সারাদেশ

শ্রীনগরে অবৈধ ড্রেজার উচ্ছেদ, দেড় লাখ টাকা জরিমানা

  এস এম রাফি ২৬ আগস্ট ২০২৩ , ৯:০৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে কুকুটিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার উচ্ছেদ এবং দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাগবাড়ি এলাকায় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় অবৈধ ড্রেজার মালিক যুবলীগ নেতা হাশেম আলী আমিন এর ড্রেজার মেশিন বিনষ্ট করে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, উপজেলা যুবলীগ নেতা হাশেম আলী আমিন দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে পূনরায় কৃষিজমি ভরাট করে আসছিলেন। কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আশপাশের অন্যান্য কৃষি জমিগুলো কৃষি আবাদে অনুপযোগী হয়ে পড়ে এবং বালু দিয়ে কৃষি জমি ভরাটের ফলে দিনদিন কৃষি জমির পরিমান আশংকা জনক হারে কমতে শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, উপজেলার কৃষি জমিসহ আড়িয়াল বিল রক্ষায় সর্বত্র মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার উচ্ছেদ, দেড় লাখ টাকা জরিমানা

এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিভিন্ন ইউনিয়নের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি অবৈধ ড্রেজার উচ্ছেদ ও দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাগবাড়ি এলাকায় উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এসময় কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী বাগবাড়ি এলাকার অবৈধ ড্রেজার মালিক যুবলীগ নেতা হাশেম আলী আমিন এর ড্রেজার মেশিন বিনষ্ট করে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

জানা যায়, উপজেলা যুবলীগ নেতা হাশেম আলী আমিন দীর্ঘদিন ধরে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি থেকে বালু উত্তোলন করে পূনরায় কৃষিজমি ভরাট করে আসছিলেন। কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় আশপাশের অন্যান্য কৃষি জমিগুলো কৃষি আবাদে অনুপযোগী হয়ে পড়ে এবং বালু দিয়ে কৃষি জমি ভরাটের ফলে দিনদিন কৃষি জমির পরিমান আশংকা জনক হারে কমতে শুরু হয়েছে। এই নিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ প্রকাশিত হলে গত ১সপ্তাহে উপজেলা প্রশাসন বিভিন্ন ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ বালু ভরাট বন্ধে ১৮ টি অবৈধ ড্রেজার উচ্ছেদ ও বিভিন্ন মামলায় ৬লক্ষ ৭০ হাজার টাকা অর্থ দন্ড আদায় করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী বলেন, আড়িয়াল বিলসহ এতদ অঞ্চলে অবৈধ বালু ভরাট বন্ধে শ্রীনগর উপজেলা প্রশাসনের নিয়মিত মোবাইল কোর্ট /অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।