এস এম রাফি ২৯ অক্টোবর ২০২৩ , ৬:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
এমএ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণদের জন্য দায়িত্ব ও কার্যাবলী শীর্ষক প্রশিক্ষনের কোর্সের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) ঢাকার আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে গ্রাম পুলিশ বাহিনীর এই শীর্ষক প্রশিক্ষনের কোর্সের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-পরিচালক(প্রশিক্ষণ ও পরামর্শ) এনআইএলজি ঢাকা খন্দকার মোঃ মাহাবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দসহ প্রশিক্ষনার্থী গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।