এস এম রাফি ২৬ আগস্ট ২০২৩ , ৮:৪৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসে সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৬ আগষ্ট) বিকেল ৪টায় শ্রীনগর ঝুমুর সিনেমা হলের সামনে উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যােগে ও যুবলীগের সাঃ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন ও স্বেচ্ছাসেবক লীগের সাঃ সম্পাদক ও পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন এর সার্বিক ব্যবস্থাপনায় জাতির পিতা ও তার পরিবারে সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জহিরুল হক নিসাত সিকদার এর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা আঃলীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও আঃলীগের সাঃ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদ মশিউর রহমান চপল,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্ঠা ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আঃলীগের যুগ্ম সাঃ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ শফিকুল ইসলাম মামুন,চেয়ারম্যান নাজির হোসেন, যুবলীগের যুগ্ম সাঃ সম্পাদক আলাউদ্দিন শিকদার সুমনসহ ১৪ইউনিয়নের যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, সাধারণ সম্পাদক প্রমুখ।