সারাদেশ

শ্রীনগরে জুম্মা নামাজের খুৎবা চলাকালে মসজিদে দুইপক্ষের সংঘর্ষে আহত-৫

  মুন্সীগঞ্জ প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৪ , ১০:১৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

module: a; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 188.68845; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ঈদগার প্যান্ডেল নির্মাণকে কেন্দ্র করে জুম্মা নামাজের খুৎবা চলাকালে দুই গ্রুপের সংঘর্ষের ৫ জন আহত হয়েছে।

শুক্রবার জুম্মা নামাজের সময় উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজার সিপাইবাড়ি বাইতুর নুর জামে মসজিদে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্ততঃ ৫জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

আহতরা হলেন, আঃ খালেক সিপাই(৩২), আমজাদ সিপাই(৭৩), মন্তাজুদ্দিন সিপাই(৭০), মোসলেউদ্দন মৃর্ধা, মেজবাউদ্দিন মৃধা।

স্থানীয়রা জানান, সিপাইবাড়ি বাইতুর নুর জামে মসজিদ নিয়ে আমজাদ সিপাই এর ছেলে আঃ খালেক সিপাই ও মকবুল মৃর্ধার মোসলেউদ্দিন, মেজবাউদ্দিন মৃর্ধা এই দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আগামী ঈদুল ফিতরের ঈদগার প্যান্ডেল নির্মাণকে কেন্দ্র শুক্রবার মসজিদে ইমাম সাহেব খুৎবা চলাকালে আঃ খালেক সিপাই বলে উঠেন এইবার আমরা একাই ঈদগার প্যান্ডেল সাজাবো। এসময় মোসলেম উদ্দিন ও মেজবাউদ্দিন পক্ষ প্রতিবাদ জানালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষের অন্ততঃ ৫জন আহত হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

স্থানীয় ইউপি সদস্য সুলতান খান বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। সংবাদ পেয়ে হাসপাতালে যাই এবং আহতদের কাছ থেকে জানতে পারি ঈদগার প্যান্ডেল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হয়েছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দু়ল্লাহ আল তায়াবীর বলেন, এই ঘটনা আমরা শুনেছি। এখনও পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।