সারাদেশ

শ্রীনগরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

  এম এ কাইয়ুম মাইজভান্ডারী, মুন্সীগঞ্জ প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২৪ , ১২:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রোকেয়া বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা দারুস সুন্নাহ জিনিয়া সালেহিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের পূর্ব পাশে ট্রেন রাস্তায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম উপজেলার পূর্ব কামারখোলা গ্রামের মৃত ইয়াকুব শিকদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও রেল কর্তৃপক্ষ জানায়, দ্রুতগতির খুলনা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কামারখোলা এলাকা অতিক্রম করাকালে রোকেয়া বেগম অসাবধানতাবসতঃ ট্রেন লাইনে উঠে পড়লে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই বৃদ্ধা ঐ নারীর মৃত্যু হয়।

রেলওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মোখলেছ জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাচ্ছি এবং পৌছে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিষয়ে মাওয়া রেলওয়ের স্টেশন মাষ্টার সাইফুল ইসলাম জানান, ট্রেন আসার সময় অসাবধানতাবত ট্রেন লাইনে উঠে পড়ায় এই দূর্ঘটনা ঘটেছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য।