মুন্সীগঞ্জ প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৩ , ৮:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে বিকল্পধারার বাংলাদেশের কোলা প্রতীকের ক্যাম্পে মোবাইল কোর্ট পরিচালনা করে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগর উপজেলার দেউলভোগে কোলা প্রতীকের ক্যাম্পে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ।
এসময় জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ এর ১৩ ধারায় নির্ধারিত সময়ের পূর্বে উচ্চ শব্দে নির্বাচনী প্রচারণা করার অপরাধে মুন্সীগঞ্জ-১ আসনের দেউলভোগে থাকা বিকল্প ধারা বাংলাদেশ কোলা প্রতীকের নির্বাচনী ক্যাম্পে ১টি মামলায় ৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়।