মুন্সীগঞ্জ প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৩ , ৫:১৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
পেয়াজের বাজার হঠাৎ করে ক্রেতার ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাওয়ায় সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে পেঁয়াজের বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার(১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর বাজার কাঁচা বাজারের আড়ৎ পট্টিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ । তবে বাজারে ম্যাজিস্ট্রেট ঢুকেছে এমন খবরে মুহূর্তে ১৮০ টাকার পেয়াজ ১০০ টাকায় নেমে আসে।
এ সময় মূল্য তালিকা ও পাকা রশিদ প্রদর্শন না করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা ও ২৬ বস্তা পেঁয়াজ মজুদ রাখায় অপর এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা মোট ১৫ হাজার টাকান অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক নাসরিন সুলতানা মিলি, শ্রীনগর থানার এসআই আরিফ, মোবাইর কোর্ট পেসকার নাছির, চেইনম্যান বিপ্লব, লাবু, হাসান প্রমুখ।