সারাদেশ

শ্রীনগরে মোবাইল কোর্টে অবৈধ ড্রেজার উচ্ছেদ

  uadmin ৯ আগস্ট ২০২৩ , ৮:১১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের শ্রীনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ ড্রেজার উচ্ছেদ করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার পাটাভোগ ও কুকুটিয়া ইউনিয়নে অবৈধভাবে স্থাপন করা ড্রেজার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) সাফফাত আরা সাঈদ।
এসময় পাটাভোগ ইউনিয়নের হোগলাগাঁও ও কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সিয়া এলাকার অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি উত্তোলন, সরকারী রাস্তা অবৈধভাবে নষ্ট ও ছিদ্র করে পাইপ টেনে চলাচল ব্যহত, মাছ চাষের জমি, জলাশয় ভরাট এবং কৃষি জমি ভরাটের চেষ্টা করায় ড্রেজারের সকল সংযোগ বিচ্ছিন্ন করে হয়।

সহকারী কমিশনার(ভুমি) সাফফাত আরা সাঈদ বলেন, এই উপজেলার ফসলি জমি,জলাশয় , রাস্তা এবং সরকারি স্থাপনা রক্ষার্থে প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।