এস এম রাফি ২১ আগস্ট ২০২৩ , ৯:৪১ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
শ্রীলঙ্কাকে দেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণের মধ্যে ৫০ মিলিয়ন (৫ কোটি) ডলার ফেরত পেল বাংলাদেশ।
২০২২ সালে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণা করা দেশটি প্রথম ধাপে এই অর্থ শোধ করল। দ্বিতীয় ধাপে আগামী ৩০ আগস্ট আরো ৫০ মিলিয়ন ডলার ফেরত দেওয়ার কথা রয়েছে এবং চলতি বছরের মধ্যেই পুরো ঋণ পরিশোধের আশা করছে দেশটি।
গ্রেনেড হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে প্রতিবাদ সমাবেশে
সোমবার (২১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, গত ১৭ আগস্ট শ্রীলঙ্কা ২০০ মিলিয়ন ডলার ঋণের প্রথম কিস্তি হিসেবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে। ৩০ আগস্টের মধ্যে ঋণের দ্বিতীয় কিস্তি পরিশোধ করবে বলে জানিয়েছে। তারা এ বছরের মধ্যে পুরো ঋণ পরিশোধের আশা করছে।
জানা গেছে, তিন মাসের মধ্যে ফেরত দেওয়ার শর্তে কারেন্সি সোয়াপ পদ্ধতির আওতায় ২০২১ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়ে বাংলাদেশ থেকে চার কিস্তিতে ২০ কোটি ডলার ঋণ নেয় শ্রীলঙ্কা। কিন্তু যথাসময়ে ওই ঋণ ফেরত দিতে না পারায় কয়েক দফা সময় চায় দেশটি। অন্য উপায় না থাকায় বাংলাদেশও সময় বৃদ্ধির অনুরোধ মেনে নেয়। আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশটিকে সর্বশেষ সময় দেয় বাংলাদেশ ব্যাংক।
ইংল্যান্ডকে হারিয়ে স্পেনের বিশ্বজয়
প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম দফায় ২০২১ সালের ১৯ আগস্ট ৫ কোটি ডলার ছাড় করে বাংলাদেশ ব্যাংক। দ্বিতীয় দফায় ১০ কোটি ডলার দেওয়া হয় ওই বছরের ৩০ অক্টোবর। এরপর ৫ কোটি ডলার দেওয়া হয় নভেম্বরে। বিদ্যমান চুক্তির আওতায় গত বছরের আগস্ট, অক্টোবর ও নভেম্বরের মধ্যে সুদসহ অর্থ ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে ঋণ ফেরত দিতে ব্যর্থ হয় দেশটি। ঋণের বিপরীতে লন্ডন আন্তঃব্যাংক অফার রেট বা লাইবর যোগ করে দেড় শতাংশ সুদ পাওয়ার কথা বাংলাদেশের। সেই সুদ নিয়মিত পরিশোধ করছে শ্রীলঙ্কা।