শ্রীনগর গোয়ালীমান্দ্রা খালের আড়িয়াল বিল, ষোলঘর, শ্রীনগর সদর অংশে অবৈধ ভাবে একাধিক ড্রেজার বসিয়ে কৃষি, খাস জমি ভরাট করাকালে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর আওতায় ৪টি অবৈধ ড্রেজারকে ৫ লক্ষ টাকা আর্থিক জরিমানা আদায় করেন ও এসময় ৭টি অবৈধ ড্রেজার মেশিন বিনষ্ট করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১টি মামলায় আর্থিক ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ বলেন, আড়িয়াল বিলসহ উপজেলার সর্বত্র আড়িয়াল বিল ও কৃষি জমি রক্ষায় মোবাইল কোর্টের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।