সারাদেশ

সংবিধান অনুযায়ী নির্বাচনের ট্রেন চালু হয়েছে

  মো. এমদাদুল হক, বগুড়া ১৬ নভেম্বর ২০২৩ , ৪:৫২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বগুড়ায় বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ।

গতকাল বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের সাতমাথা মুজিব মঞ্চ থেকে আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।

বর্ণাঢ্য আনন্দ মিছিল শেষে মুজিব মঞ্চে আয়োজিত সমাবেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ার আহবান জানিয়ে বক্তব্য দেন নেতারা।

জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সভাপতির বক্তব্যে বলেন, দেশের মানুষ এখন উৎসবমূখর পরিবেশে ভোট দেয়ার অপেক্ষায় রয়েছে। সংবিধান অনুযায়ী নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। সেই ট্রেনের যাত্রী হবে দেশের শান্তি ও উন্নয়ন প্রত্যাশী জনতা। দেশবাসী আবারো নৌকায় আস্থা রাখবে এবং নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে ইনশাআল্লাহ।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, বিএনপি জোট নির্বাচনে পরাজিত হবে জেনেই ভোটের মাঠ থেকে পালিয়ে যেতে কৌশল করছে। এ কারণে তারা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকান্ডে মেতে উঠেছে। আগামী নির্বাচনে দেশের মানুষ এদের অপতৎপরতার জবাব দিবে। দেশে ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার। গনতন্ত্র সুপ্রতিষ্ঠিত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দেশের উন্নয়ন অব্যহত রাখতে আবারো নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন একেএম আসাদুর রহমান দুলু, সাগর কুমার রায়, অধ্যক্ষ শাহাদুল আলম ঝুনু, সুলতান মাহমুদ খান রনি, সেরিন আনোয়ার জর্জিস, নাসরিন রহমান সীমা, আনিসুজ্জামান মিন্টু, মাশরাফি হিরো, রুহুল মোমিন তারিক, খালেকুজ্জামান রাজা, আবু সেলিম, এম এ বাসেত, আবু সুফিয়ান শফিক, ওবায়দুল হাসান ববি, মাহফুজুল ইসলাম রাজ, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, তহিদুল করিম কল্লোল, সাইফুল ইসলাম বুলবুল, আলমগীর হোসেন স্বপন, কামরুল হুদা উজ্জ্বল, হেফাজত আর মিরা, আব্দুস সালাম, শামসুদ্দিন শেখ হেলাল, কামরুল মোরশেদ আপেল, আলমগীর বাদশা, শুভাশিস পোদ্দার লিটন, সাজেদুর রহমান শাহিন, আমিনুল ইসলাম ডাবলু, মনজুরুল হক মঞ্জু, জুলফিকার রহমান শান্ত, সাবরিনা সরকার পিংকি, রাশেদুজ্জামান রাজন, সজীব সাহা ও আল মাহিদুল ইসলাম জয় প্রমুখ।

জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল রাজী জুয়েল জানান, বিশাল আনন্দ র‍্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, জনপ্রতিনিধি বৃন্দ, ওয়ার্ড ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ সহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন।