এস এম রাফি ১৩ নভেম্বর ২০২৩ , ১০:২৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার: নীলফামারী জেলা শহরের বাইপাস সড়কে রবিবার দুপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভাই নিহত ও বোন গুরুত্বর আহত হয়েছে।
নীলফামারী থানার এসআই পলাশ চন্দ্র বর্মা জানান, বাইপাস সড়কের পাঁচমাথা মোড় হতে বাদিয়ার মোড়গামী ইটাখোলা সরকারের মোড় নামক স্থানে দুপুর দেড়টায় ভাই মিলন(১৪) ও বোন তারজিনা বেগম(২০) বাই সাইকেল যোগে পার্শ্ববর্তী জুট মিল লিমিটেডে চাকুরীর উদ্দ্যেশে যাওয়ার পথে দ্রুতগামী একটি প্রাইভেট কার বাই সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু ঘটে।
গুরুত্বর আহত তারজিনা বেগমকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এসময় ঘাতক কারটি পালিয়ে যায়।এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন ঘটনার সময় ভাই বোন ছিলেন গুরুতর আহত হয় তানজিনা,এসময় মিলন নামের কিশোর এর মৃত্যু হয়।তবে রাস্তা ফাকা থাকায় প্রাইভেট কারটি পালিয়ে যায়।