এস এম রাফি ২৩ অক্টোবর ২০২৩ , ১০:২১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮শে অক্টোবর ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ করবে বিএনপি। মহাসমাবেশ সফল করতে গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলের অঙ্গ-সংগঠন এবং ঢাকার আশপাশের জেলাগুলোর নেতাদের নিয়ে যৌথসভা করেছে দলটি। এতে সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সকল ধরনের বাধা-বিপত্তি ডিঙিয়ে সারা দেশের নেতাকর্মীদের মহাসমাবেশে যোগ দিতে নির্দেশনা দিয়েছেন নেতারা। পাশাপাশি প্রতিটি জেলা থেকে সর্বোচ্চ নেতাকর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেয়ারও নির্দেশনা দেয়া হয়।
দলীয় সূত্রে জানা যায়,মহাসমাবেশে বিএনপির টার্গেট কম পক্ষে ২০ লক্ষ লোকের জনসমাগম। সেই লক্ষ্যেই দফায় দফায় ঢাকার আশপাশের জেলা ও মহানগরের নেতাদের সঙ্গে বৈঠক করছে তারা। কেন্দ্রীয় নেতারা জেলার নেতাদের নির্দেশনা দিচ্ছেন সমাবেশের আগে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সকল ধরনের বাধা আসতে পারে সেই সকল বাধা ডিঙিয়ে মহাসমাবেশ সফল করতে হবে। এছাড়া সারাদেশ থেকেও বিএনপি কর্মীদেরকে মহাসমাবেশে আসতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,২৮ অক্টোবর সারাদেশের সর্বস্তরের নেতাকর্মীরা দলে দলে মহাসমাবেশে যোগ দেবেন বলে আমরা আশাবাদী। তাই আমরা মনে করি শান্তিপূর্ণ এ কর্মসূচিতে আসার ক্ষেত্রে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। ২৮ তারিখের মহাসমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আর এ কর্মসূচি পালনের মাধ্যমেই এক দফা দাবি আদায় করা হবে।
মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব্রেকিংনিউজকে বলেন,’সরকারের যেহেতু গণভিত্তি নেই তারা বিএনপির সমাবেশের কথা শুনলেই আতঙ্কিত হয়ে যায়, আতঙ্কিত হয়ে গণ গ্রেফতার শুরু করেছে কিন্তু গ্রেফতার করে কোন লাভ হবে না। সরকারের সকল ধরনের ষড়যন্ত্র চক্রান্ত নস্যাৎ করে দিয়ে বিএনপির মহাসমাবেশে জনগণের ঢল নামবে,সরকার সেই ঢল থামানোর চেষ্টা করছে কিন্তু পারবেনা।
মহাসমাবেশ থেকে বিএনপি’র পরবর্তী কর্মসূচির বিষয়ে জানতে চাইলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যখন যে কর্মসূচির প্রয়োজন হবে, সেই কর্মসূচিই দেওয়া হবে। পরিস্থিতিই বলে দেবে কী কর্মসূচি দিতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি’র স্থায়ী কমিটির এক সদস্য ব্রেকিং নিউজকে বলেন,’সরকারের আচরণের উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের কর্মসূচি। সরকার কঠোর হলে বিএনপি ও কঠোর হবে। অর্থাৎ হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা আসতে পারে।
সূত্র: ব্রেকিং নিউজ