এস এম রাফি ২৮ ডিসেম্বর ২০২২ , ৫:৩৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রামঃ
নূরানী তা’লীমুল কুরআন বোর্ড, চট্টগ্রাম থেকে নেয়া তৃতীয় জামাত সমাপনী পরীক্ষায় জাতীয় মেধা তালিকায় স্থান পেয়েছে কুড়িগ্রামের দুই মাদ্রাসা ছাত্র। তারা দুজনেই জেলার নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দারুল উলুম তা’লীমুদ্দিন নূরানী, হাফিজিয়া ও ক্বওমী মাদ্রাসার ছাত্র।
মাদ্রাসাটি উক্ত বোর্ডের ফলাফল অনুযায়ী রংপুর বিভাগের বোর্ড আওতাধীন ক্বওমী মাদ্রাসাগুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে।
চলতি বছর মাদ্রাসাটি থেকে ৭ জন পরিক্ষার্থী তৃতীয় জামাত সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে।যার মধ্যে প্রত্যেকজন গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তির্ণ হয়। সারাদেশের মোট ৫ লক্ষ ১০ হাজার ৫৪০ জন শিক্ষার্থী ওই পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে দারুল উলুম তা’লীমুদ্দিন নূরানী, হাফিজিয়া ও ক্বওমী মাদ্রাসার আবু হোরায়রা সারাদেশে ৮ম অবস্থান অধিকার করেছেন এবং রবিউল ইসলাম পেয়েছেন ২০ তম অবস্থান।
নিজেদের সাফল্যের ব্যাপারে জানতে চাইলে আবু হোরায়রা বলেন, এতগুলো পরীক্ষার্থীর মধ্যে আমি সারাদেশে অষ্টম অবস্থান পেয়েছি। আমি খুবই আনন্দিত। আমার মাতাপিতা ও মাদ্রাসার গুরুজনদের ধন্যবাদ জানাচ্ছি।
রবিউল ইসলাম বলেন, আমি এই মাদ্রাসায় পড়াশোনা করে সারাদেশে ২০ তম স্থান অধিকার করেছি। দেশবাসীর কাছে আমার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাচ্ছি।
উক্ত মাদ্রাসার মুহতামিম মোজাম্মেল হক বলেন, আমাদের ছাত্ররা অভাবনীয় সাফল্য পেয়েছে। আমরা দারুণ খুশি। আমাদের মাদ্রাসা রংপুর বিভাগে প্রথম হয়েছে। সেই খুশিতে এলাকাবাসী আজ একটি শোভাযাত্রা আয়োজন করেছে। বাচ্চাদের এমন সাফল্যে আমরা মুগ্ধ।
অভিভাবক জবেদ আলী বলেন, আমার ছেলে এবং ভাতিজা এবার বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। তারা ভালো রেজাল্ট করেছে। জিপিএ-৫ পেয়েছে।
এলাকাবাসী সিদ্দিক মিয়া বলেন, মাদ্রাসাটির রেজাল্ট বরাবরই ভালো। এর আগের শিক্ষাবর্ষেও তারা ভালো করেছে। এবার তো বোর্ড প্লেস করলো। আমরা ছাত্রদের এমন রেজাল্টে খুশি হয়ে তাদের নিয়ে একটি আনন্দ র্যালী আয়োজন করেছি।
পরে দুটি পিকআপ ভ্যানে করে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। মাদ্রাসা থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি রায়গঞ্জ-ব্যাপারীহাট হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার মাদ্রাসা পাঙ্গনে এসে শেষ হয়।