এস এম রাফি ১৯ আগস্ট ২০২৩ , ৭:৩৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
১৮ বছর বয়স থেকে যদি কেউ জমা করে ৫০০০ টাকা করে ৪২ বছর।অর্থাৎ ৬০ বছর পর্যন্ত।তখন ৬০ বছরের পর সে মাসে ১,৭২,৩২৭ টাকা করে পাবে প্রতি মাসে পেনশন।যতদিন বেঁচে থাকবেন।
তবে ৭৫ বছরের আগে মারা গেলে সে যাকে নমিনি করে যাবে সে টাকা পাবে পেনশনকারীর ৭৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত।অর্থাৎ কোন জমাদানকারী ৭০ বছরে মারা গেলো,তখন তার ৭৫ বছর পূর্ণ হওয়া অর্থাৎ বাকী ৫ বছর তার নমিনি ১,৭২,৩২৭ টাকা হারে পাবেন।
আরও পড়ুন- ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে করণীয়
এবার আসি আসল হিসাবে….
কত টাকা জমা হবে আপনার ৪২ বছরে?
হিসাব…
১।প্রথম দশ বছর-৫০০০*১২=৬০,০০০ বছরে,দশ বছরে জমা হবে ৬লক্ষ টাকা।তবে গ্রামীণ ব্যাংকে এভাবে রাখলে দশ বছর শেষে ১২ লক্ষ টাকা পাবেন।অর্থাৎ মোট ১২ লক্ষ।
২।২০বছরে,দশ বছরে আবার ৬ লক্ষ জমা।পাবেন ১২ লক্ষ+আগের ১২ লক্ষের ২৪ লক্ষ।মোট ৩৬ লক্ষ।
৩।৩০ বছরে,দশ বছরে ৬ লক্ষ জমা,পাবেন ১২ লক্ষ+আগের ৩৬ লক্ষের ৭২ লক্ষ পাবেন।অর্থাৎ মোট ৮৪ লক্ষ টাকা আপনার।
৪।৪০ তম বছরে,দশ বছরে ৬ লক্ষ জমা।পাবেন ১২ লক্ষ+আগের ৮৪ লক্ষের ১ কোটি ৬৮ লক্ষ।অর্থাৎ আপনার মোট টাকা জমা হবে ১ কোটি ৮০ লক্ষ টাকা।
৫। ৪২ বছর হতে বাকী দুই বছর জমা ১ লক্ষ ২০ হাজার। এবং ১ কোটি ৮০ লক্ষ ৭% হারে সুদ-২ লক্ষ ৫২ হাজার। অথাৎ ৪২ বছর শেষে আপনার মোট জমা-১কোটি ৮৩ লক্ষ ৭২ হাজার টাকা।
এবার আসল হিসাব—-
গ্রামীণ ব্যাংক ১ লাখ টাকায় মাসে ৭০০ টাকা সুদ দেয়।তাহলে ১ কোটি ৮৩ লাখ টাকায় মাসে সুদ আসে—১ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
আপনাকে দিবে ১,৭২,৩২৭ টাকা।অথাৎ আপনাকে সুদ বাদে দিতে হবে ব্যাংকের ৪৫ হাজার টাকা মাসে।সহজে বুঝার জন্য ধরলাম ৫০ হাজার টাকা পূরণ করতে হবে সুদ বাদে মাসে।বছরে ৬ লাখ মূল বেতনের।
আপনি যদি ৮০ বছর বাঁচেন।তবে ২০ বছর পেনশন পাবেন।৬*২০ = ১ কোটি ২০ লাখ। আপনার জমা ছিলো ১কোটি ৮৩ লাখ।আর যদি ৭৫ বছরের আগে বা ৭৫ বছরে চলে যান।তখন ১৫*৬=৯০ লক্ষ টাকা পাবেন।জমা ছিলো ১ কোটি ৮৩ লক্ষ টাকা।বাকী টাকা পাবেন না।
সার্বজনীন পেনশন স্কিম সরকারের লাভ জনক প্রেজেক্ট হবে।তবে এই টাকায় রাষ্ট্রের উন্নয়ন হলে আপনিও উন্নয়নের ভাগীদার এবং সোয়াব বা নেকী পাবেন।
মো. রবিউল ইসলাম
একজন ব্যাংক কর্মকর্তা