অনলাইন ডেস্ক ২০ নভেম্বর ২০২৩ , ৯:৪৫ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
গাজীপুর সিটি করপোরেশনের পুবাইলে সিমেন্টবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মহানগরের ভোগড়া-উলুখোলা বাইপাস সড়কে ভান্ডারী কালভার্ট এলাকায় এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোগড়া-উলুখোলা বাইপাস সড়ক দিয়ে একটি ট্রাক উলুখোলার দিকে যাচ্ছিল। এ সময় ৮-১০ জন দুর্বৃত্ত ট্রাকটি লক্ষ্য করে পেট্টোল ছুড়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানো হয়।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, কে বা কারা ট্রাকে আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।