এস এম রাফি ৬ সেপ্টেম্বর ২০২৩ , ২:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফসলি জমির ভরাটের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে।
উপজেলার জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে খোরশেদ মোল্লা ও একই গ্রামের আবুল খায়েরের ছেলে মোজাম্মেলের বিরুদ্ধে জমির শ্রেণী পরিবর্তন না করে আইনের ব্যত্যয় ঘটিয়ে ফসলী জমিতে বালু ভরাটের অভিযোগ করেন স্থানীয় এলাকার লোকজন।
এছাড়া ভরাটকৃত জমির ওয়ারিশদের মালিকানা বুঝিয়ে না দিয়ে জোর পূর্বক ভরাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায় জৈনসার ইউনিয়নের চাইনপাড়া গ্রামস্থ চাইনপাড়া চকের মাঝের আরএস ৪৫৫ দাগের একটি ফসলী জমির মাটি ড্রেজিংয়ের মাধ্যমে কেটে নিয়ে একই গ্রামের চাইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আরএস ৪১৯ দাগের একটি ফসলি ভরাট করছেন অভিযুক্ত খোরশেদ মোল্লা ও মোজাম্মেল। এদিকে জমিটির ওয়ারিশ সূত্রে প্রাপ্ত মালিকানা একাধিক ব্যক্তির হলেও কাউকে দখল বুঝিয়ে না দিয়ে ভরাট করা হচ্ছে। অন্য দিকে শ্রেণী পরিবর্তন না করে ফসলী জমি ভরাট করার মাধ্যমে মানা হচ্ছে না সরকারী নীতিমালাও।
ভুক্তভোগী মতিন মোল্লা বলেন, এ জমিতে আমার ওয়ারিশ সূত্রে প্রাপ্ত মালিকানা আছে। তারা আমার মালিকানা বুঝিয়ে না দিয়ে আমার জমি জোরপূর্বক ভরাট করছে। একেতো ফসলী জমি শ্রেণী পরিবর্তন না করে ভরাট করা অপরাধ। সাথে মালিকানা বুঝিয়ে না দিয়ে ভরাট করা আরেকটা অপরাধ। আমি এ বিষয়ে আমি থানায় মৌখিক অভিযোগ করেছি। আগামীকাল লিখিত অভিযোগ করবো।
এ ব্যপারে অভিযুক্ত মোজাম্মেল মুঠোফোনে বলেন, এটা ফসলি জমি না। এটা আমাদের বাড়ীর অংশ। জমির ওয়ারিশ আমার বাপ চাচারা তিনজন। একজন তাদের জায়গা ভরবে না। তাই আমরা দুইজন ভরাট করতেছি। আর এ জমি স্ট্যাম্প করে ভরা হচ্ছে জোর করে ভরা হচ্ছে না।যদি কেউ বলে থাকে তাহলে সে মিথ্যা বলেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা জানান,এবিষয়ে কেউ কোন অভিযোগ করেনি বিষয়টি আপনার মাধ্যমে অবগত হলাম আমি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো।