এস এম রাফি ৯ জুন ২০২৩ , ৪:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সিলেট ব্যুরো:
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে চুরির অপবাদ দিয়ে নয়ন (২০) নামের এক নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন আইয়ুব আলী (২৬) নামের আরেক শ্রমিক। তাকে আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত নয়নের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায় ও আহত আয়ুব আলীর বাড়ি কুড়িগ্রাম জেলায়।
শুক্রবার (৯ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে ওসমানী হাসপাতালের নির্মাণাধীন ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার ইউনিটের নির্মাণ প্রতিষ্ঠান জামাল এন্ড কোং একাউন্টেন্ড রুবেল মিয়া, শ্রমিক ঠিকাদার আমিনুল ইসলাম, মো.আয়নাল. সাবান আলী, আরো কয়েকজন মিলে নির্মাণ শ্রমিক নয়ন ও আয়ুব আলীর বিরুদ্ধে মোবাইল ও টাকা চুরির অপবাদ দিয়ে নির্যাতন শুরু করে। নির্মাণ প্রতিষ্ঠানের একাউন্টেন্ড রুবেল মিয়ার মোবাইল ও টাকা চুরি হয় বলে তারা নয়ন ও আইয়ুবের বিরুদ্ধে অভিযোগ আনে। তাদের দুজনকে একটি কক্ষে আটকে রেখে হাত বেঁধে বাঁশ ও লোহার পাইপ দিয়ে ২ ঘন্টা ধরে বেধরক পেটানো হয়। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে নয়ন। খবর পেয়ে পুলিশ তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠান জামাল এন্ড কোং একাউন্টেন্ড রুবেল মিয়া, শ্রমিক ঠিকাদার আমিনুল ইসলাম, মো.আয়নাল ও সাবান আলীকে আটক করেছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এই ভবনে দুইশ শ্রমিক কাজ করেন। নিহত নয়ন বৃহস্পতিবার আহত আয়ুব আলীর মাধ্যমে ক্যান্সার ইউনিটে কাজে যুক্ত হন। রাতে তারা সবাই ঘুমিয়ে যান। সকালে ঠিকাদার চুরির অপবাদ দিয়ে আয়ুব ও নয়নকে একটি কক্ষে আটকে নির্যাতন করে। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে নয়নকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আজবাহার জানান।