বিবিধ

সীমা অক্সিজেনে আগুন : সেপটি ভাল্ভ অকেজো, অন্য যন্ত্রেও ত্রুটি

  এস এম রাফি ১১ মার্চ ২০২৩ , ৮:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণে বিধ্বস্ত সীমা অক্সিজেন লিমিটেডের কারখানা শনিবার (১১ মার্চ) পরিদর্শন করেছেন বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা। সীমা অক্সিজেন লিমিটেডের কারখানার প্লান্টটিতে অতিরিক্ত গ্যাসের চাপ নিয়ন্ত্রণের সেফটি ভাল্ভ দীর্ঘদিন ধরেই কাজ করছিল না, কিন্তু প্লান্টটির দায়িত্বরত ব্যক্তিরা বিষয়টি বুঝতে পারেননি। তাই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মনে করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির বিশেষজ্ঞ সদস্য সুমন বড়ুয়া। সেফটি ভাল্ভ কাজ না করার পাশাপাশি অন্য যান্ত্রিক ত্রুটিও ছিল বলে জানান তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের সভাপতি সুমন বড়ুয়া বলেন, তদন্তে সেফটি ভাল্ভ কাজ না করাসহ বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। তদন্ত শেষ করে এখন প্রতিবেদন তৈরির কাজ চলছে। কমিটি শিগগিরই প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ ও দুর্ঘটনারোধে করণীয় উল্লেখ করা হবে।

সুমন বড়ুয়া বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে সীতাকুণ্ডের বিস্ফোরণটি অনিবার্য ছিল। ওই দিন না ঘটলেও দুই দিন আগে-পরে দুর্ঘটনা হতোই। কারখানাটির যন্ত্রাংশের মেইনটেন্যানসও দীর্ঘদিন ধরে হয়নি। প্লান্টে অতিরিক্ত গ্যাসের চাপ হলে সেফটি ভাল্ভের সাহায্যে তা বের হয়। সেফটি ভাল্ভ দীর্ঘদিন ধরেই কাজ করছিল না। দায়িত্বরত প্রকৌশলীরা সেটি বুঝতে পারেননি। তারা বুঝতে পারলে বিকল্প উপায়ে প্লান্টটিকে অতিরিক্ত গ্যাসের চাপমুক্ত করতে পারতেন। গত ৪ মার্চ সীমা অক্সিজেন কারখানায় বিস্ফোরণে ৭ জন নিহত ও ২৫ জন আহত হন। ওই দিনই সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।