সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ৬ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৩২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের পূর্ব-চণ্ডিপুর গ্রামের মালভাঙ্গা নামক স্থান থেকে জসীম উদ্দিন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে জসীম উদ্দিনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান এসআই নওশের আলী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে জসীম উদ্দিনের বাড়িতে ফিরে আসেনি। সকালে তার লাশ একটি জমিতে দেখতে পেয়ে থানায় খবর দেয়া হলে পুলিশ লাশটি উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করে। জসীম উদ্দিনকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যা করে তার লাশ জমিতে ফেলে দুর্বৃত্তরা গা ঢাকা দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।
থানার এসআই মোমিনুল ইসলাম জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত জসীমের এক ভাই ও ভাবীকে (স্বামী-স্ত্রী) আটক করা হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।