অপরাধ

সুন্দরগঞ্জে মাদক কারবারী গ্রেপ্তার

  সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ ৭ মার্চ ২০২৫ , ৭:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ ৫৮টি নেশাজাত ট্যাবলেটসহ আমিনুল ইসলাম ওরফে আঙ্গুর (২৮) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার বেলকা ইউনিয়নের পশ্চিম বেলকা গ্রামের নেছার উদ্দিনের ছেল।
জানা যায়, শুক্রবার (৭ মার্চ) বিকালে মাদক কারবারী আঙ্গুরকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শামসুল আলম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালান। এতে ৩৮টি ইয়াবা ও ২০টি ট্যাপেন্টাডলসহ মোট ৫৮টি নেশাজাত ট্যাবলেটসহ নিজ বাড়ি থেকে মাদক কারবারী আঙ্গুরকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ পরিদর্শক (ওসি- তদন্ত) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন- ‘এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে।’