সারাদেশ

সোনারগাঁয়ে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ও নগদ অর্থ বিতরণ

  এস এম রাফি ২০ অক্টোবর ২০২৩ , ৫:২৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

সোনারগাঁয়ে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য, নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মারুফুল ইসলাম ঝলক’র উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ও পূজা মন্ডপে নগদ অর্থ অনুদান দেওয়া হয়।

২০’শে অক্টোবর (শুক্রবার) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের হলরুমে সকলের শতস্ফূর্ত অংশগ্রহনের মাধ্যমে সভা সম্পন্ন হয় ও ৩৪ টি পূজা মন্ডপে নগদ ৫০০০ টাকা করে অনুদান প্রদান করা হয়।

এই সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পূজা উৎযাপন কমিটির সোনারগাঁ উপজেলার সভাপতি লোকনাথ দত্ত, সাঃ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আাইন বিষয়ক সম্পাদক শ্রী প্রদীপ কুমার ভৌমিক।সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন, বাংলাদেশ মুক্তিযুদ্ধা মঞ্চের সোনারগাঁ পৌর এলাকার সাবেক সভাপতি ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি প্রার্থী হৃদয় সিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান তুহিন,জগন্নাথ বিশ্ববিদ‍্যালয়ের ছাত্র নেতা মোঃ মামুন সিরাজসহ ৩৪ টি পূজা মন্ডপের প্রতিনিধি।