অনলাইন ডেস্ক ২০ ডিসেম্বর ২০২৩ , ৯:১০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। ডানেডিনের সেই ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও বাজে পারফর্ম্যান্স করেছিলেন সৌম্য সরকার। সেই সৌম্যই আজ জ্বলে ওঠেছেন দীর্ঘদিনের ব্যর্থতার বৃত্ত ভেঙে। ক্রিকেট মাঠে সম্ভাবনার আলো জ্বেলে তিনি হারিয়ে গিয়েছিলেন, তবে আজ তিনি ফিরেছেন চেনা ছন্দে। টসে হেরে ব্যাট করতে নেমে কিউইদের বিপক্ষে এই টাইগার ব্যাটারের খেলা অনবদ্য ১৬৯ রানের ইনিংসের সুবাদেই ৪৯.৫ ওভারে ২৯১ রান করে অল আউট হয় বাংলাদেশ।
আগের ম্যাচে চার বল খেলে শূন্য রানে আউট হওয়ায় এবং বল হাতে বাজে পারফর্ম করায় আজকের ম্যাচে একাদশে সৌম্যকে রাখা হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত সৌম্যকে নিয়েই দল সাজায় টিম ম্যানেজম্যান্ট। আর এই সিদ্ধান্ত আজ পুরোপুরি সফল হয়েছে। ক্যারিয়ারের তৃতীয় শতক হাকানোর পাশাপাশি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে এশিয়ান ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ডও গড়েছেন সৌম্য।
নিউজিল্যান্ড টসে জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠালে বাংলাদেশের হয়ে সূচনা করেন সৌম্য এবং এনামুল হক বিজয়। তবে আগের ম্যাচে রানের দেখা পাওয়া বিজয় আজ ব্যর্থ হয়েছেন। চতুর্হ ওভারে অ্যাডাম মিলনের বলে টম ল্যাথামের ক্যাচে পরিণত হয়ে ২ রান করেই সাজঘরে ফিরেন তিনি। এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও আজ করেছেন হতাশ। তিনিও আউট হয়ে ফিরেছেন মাত্র ৬ রান করেই। ফলে অষ্টম ওভারের মাঝেই গুরুত্বপূর্ণ দুই উইকেট হারালে চাপে পড়ে বাংলাদেশ।
এই চাপ আরও বাড়িয়ে দলকে বিপাকে ফেলে সাজঘরে ফিরে যান লিটন দাসও। ১১ বলে ৬ রান করে তিনি ফিরলে ক্রিজে আসেন তাওহিদ হৃদয়। এদিকে একপ্রান্তে যাওয়া আসার খেলা চললেও অপরপ্রান্তে আজ দুর্দান্ত কিছুর আভাসই যেন দিচ্ছিলেন সৌম্য। হৃদয়কে সঙ্গে নিওয়ে তিনি চতুর্থ উইকেট জুটিতে তিনি স্কোরবোর্ডে তুলেন ৩৭ রান। তবে হৃদয় দুর্ভাগ্যের শিকার হয়ে রান আউট হয়ে ফিরলে ফের চাপ বাড়ে টাইগারদের।
তবে দলকে এ চাপ থেকে উদ্ধার করেছে সৌম্য-মুশফিক জুটি। এদুজন মিলে আজ স্কোরবোর্ডে তুলেছেন ৯১ রান। কিউই বোলারদের সামলে দুজনের দায়িত্বশীল ইনিংসের সুবাদেই ম্যাচে ফিরে বাংলাদেশ। তবে ব্যক্তিগত অর্ধশতক থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই জ্যাকব ডাফির বলে আউট হয়ে সাজঘরে ফিরেন মুশফিক। তবে মুশফিক ফিরলেও থামেননি সৌম্য।
১১৬ বল খেলে তিনি তুলে নেন নিজের ক্যারিয়ারের তৃতীয় শতক। এরপর শেষ পর্যন্ত আউট হওয়ার আগে তিনি ছাড়িয়ে গেছেন দেড়শ রানের ইনিংস। ফলে মাহমুদউল্লাহ রিয়াদের রেকর্ড ভেঙে নিউজিল্যান্ডের মাটিতে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন তিনি। একই সঙ্গে তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে খেলেছেন দেড়শ ছাড়ানো রানের ইনিংস।
এদিকে মুশফিক ফেরার পর মেহেদী মিরাজের সঙ্গেও ৬১ রানের এক জুটি গড়েন সৌম্য। মিরাজ ১৯ রান করে ফেরার পর তানজিম সাকিবের সঙ্গে সৌম্য গড়েন ৪০ রানের এক জুটি। এদিকে সৌম্য আজ শেষ পর্যন্ত থেমেছেন ১৬৯ রান করে একেবারে শেষ ওভারে। তার এই দুর্দান্ত ইনিংসেই অল আউট হওয়ার বাংলাদেশ পায় ২৯১ রানের লড়াকু এক পুঁজি। কিউইদের হয়ে আজ সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন জ্যাকব ডাফি এবং উইলিয়াম ওরুর্কে।