সারাদেশ

স্লীপ থাকার পরেও চাউল নেই, অবশেষে জনগনের মানববন্ধন

  ইউনুস আলী,উলিপুর প্রতিনিধি ১৫ জুন ২০২৪ , ৬:১৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

উলিপুর এসি ল্যান্ড কর্তৃক চাল উদ্ধার। পরে ধরনী বাড়ী ইউনিয়ন ভূমি অফিসে উদ্ধার কৃত চাল রাখা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের উলিপুরে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্লীপ দিয়ে স্লীপের চাল জনগন না পেয়ে এ মানব বন্ধন অনুষ্ঠিত হলো বলে মানব বন্ধনে উপস্থিত জনগন জানিয়েছেন।
১৫ ই জুন সকাল ১২টা ২৮ মিঃ এ মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।২ দিন আগে রাজু নামের এক লোক কর্তৃক ঈদের আগে গরীব দুঃখী মানুষের মাঝে সরকারী বরাদ্দ কৃত চাল আটকের ঘটনায় আজ শনিবার ১২টা ২৮ মিঃ দিকে ধরনী বাড়ী ইউনিয়ন পরিষদ থেকে চাউলের স্লীপ পাওয়ার পর চাউল না পাওয়ায় জনগন মানববন্ধন করেন । এ মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ রিয়াজুল কবির (রাজু) এবং ২য় বক্তব্য রাখেন শ্রী বিশ্বজিৎ সিং।মানব বন্ধন অনুষ্ঠানে ধরনী বাড়ী ইউনিয়ন পরিষদের স্লীপের চাল জনগন না পাওয়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এঘটনার জবাব দিহিতা ও চেয়ারম্যানের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার কথা বক্তব্যে তুলে ধরেন বক্তারা । মানববন্ধনে চেয়ারম্যানের বিচার ও দাবি করা হয়। ধরনী বাড়ী ইউনিয়ন পরিষদের অগনিত জনগন স্লীপ হাতে মিছিল করে এবং মানব বন্ধন অনুষ্ঠানে যোগদান করেন।এ মানব বন্ধন উলিপুর উপজেলার গবার মোড় এলাকায় আজ শনিবার অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।এ ঘটনায় ধরনী বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে কথা হলে তিনি বলেন স্লীপের চাল দিয়েছি এ নিয়ে আমার মাথা ব্যাথা নেই। ঘটনাটি উলিপুরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।