এস এম রাফি ২৯ অক্টোবর ২০২৩ , ৩:০৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি-জামায়াতের দেশ ব্যাপী হরতাল নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি হরতাল বিরোধী মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, পৌর মেয়র কাজিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা এ্যাড. আব্রাহাম লিংকন, সাঈদ হাসান লোবান, আবুল কালাম আজাদ, জিল্লুর রহমান টিটু, মোস্তাফিজার রহমান সাজু, আলহাজ্ব রুহুল আমিন দুলাল সহ যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা পুলিশ হত্যা সহ বিভিন্ন জায়গায় অগ্নি সংযোগ ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে জামায়াত-বিএনপি কে মোকাবেলা করার আহ্বান জানান।