নিজস্ব প্রতিবেদক ৭ জানুয়ারি ২০২৪ , ১:০১ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
লালমনিহাটের হাতীবান্ধা উপজেলার মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রের একটি কক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলা সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকার মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের একটি কক্ষে আগুন দেয়।
কক্ষে থাকা চেয়ার, টেবিল,প্রার্থীদের বসার ব্রেঞ্চ পুড়ে ছাই হয়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ময়নুল ইসলাম বলেন,ঘটনাস্থলে পরিদর্শন করছি। একটি কক্ষপুড়ে গেলেও ভোট প্রদানে কোন সমস্যা হবে না।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মনির হোসেন বলেন,খবর পেয়ে আমরা একটি কক্ষের আগুন নিভাতে সক্ষম হয়েছি। রুমে থাকা চেয়ার,টেবিল ও ব্রেঞ্চ পুড়ে গেছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুর্বৃত্তরা ওই বিদ্যালয়ের জানালা দিয়ে একটি কক্ষে অগ্নিসংযোগ করেন।