বিবিধ

হারাগাছের সমাজ সেবক মোজাফফর রহমান বকুল আর নেই

  এস এম রাফি ৮ জুলাই ২০২৩ , ৪:০৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক মোজাফফর রহমান বকুল (৭২) আর নেই। তিনি শুক্রবার রাত ৯টা ৪০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি—-রাজেউন) মৃত্যু কালে তিনি ২ পুত্র, ১ কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একজন পরিছন্ন ও সাদা মনের মানুষ ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। শনিবার বাদ যোহর জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে বিভিন্ন সংঠনের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।