প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ চ্যাট লুকিয়ে রাখা যাবে

  এস এম রাফি ২৫ অক্টোবর ২০২৩ , ১০:৫৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

হোয়াটসঅ্যাপে লুকিয়ে রাখা যাবে চ্যাট। আসছে ‘লকড চ্যাট’ ফিচার। হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, হাইড লকড চ্যাট ফিচার নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার হোয়াটসঅ্যাপ বেটা ইনফো এই তথ্য জানিয়েছে।

সূত্রের খবর, বর্তমানে হাইড লকড চ্যাট ফিচার নিয়ে বর্তমানে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপের যে আপডেট আসবে সেখানে পাওয়া যাবে এই নতুন ফিচারের আপডেট।

গুগল প্লে স্টোরে হোয়াটসঅ্যাপের বিটা অ্যানড্রয়েড ২.২৩.২২.৯ আপডেট উপলব্ধ রয়েছে। সেখানেই দেখা গিয়েছে, হাইড লকড চ্যাট ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে এখন লকড চ্যাট সাধারণভাবে চ্যাট লিস্টে দেখতে পাওয়া যায়। ফলে কারো হাতে ফোন পড়লে তিনি বুঝতে পারবেন যে ইউজার কিছু চ্যাট লকড রয়েছে। তবে নতুন ফিচার চালু হলে এই লকড চ্যাট লুকিয়ে রাখা যাবে। আরও বেশি সুরক্ষিত থাকবে হোয়াটসঅ্যাপের কথোপকথন।

এছাড়াও কারও হাতে আপনার ফোন থাকলে তিনি বুঝতে পারবেন না যে আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট লকড রয়েছে কিনা। এর পাশাপাশি জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার চালু হলে সার্চ বারে সিক্রেট কোড এন্টার করে লকড চ্যাট দেখার পরিষেবাও চালু করতে পারবেন।