সারাদেশ

১৩০ কোটি টাকার জমি দখল চেষ্টা, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

  জয়পুরহাট প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৫:১৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জয়পুরহাট শহরের মাছুয়া বাজারস্থ আরাফাত সুপার মার্কেটের জমি, বিকাশ এজেন্ট অফিসের জমি ও বঙ্গবন্ধু রোডের বাসা বাড়ির প্রায় ১৩০ কোটি টাকার জমি অবৈধভাবে ও জোরপূর্বক দখল করার চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে শহরের মাছুয়া বাজার এলাকায় এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী খালিদ হোসেন সাজ্জাদ।

তিনি বলেন, প্রায় ৬৫ শতক সম্পত্তি মটগেজ রেখে একটি ব্যাংক থেকে ঋন নেন তার পরিবার। কিন্তু বিধি বহির্ভুতভাবে ব্যাংক কর্তৃপক্ষ পাওয়ার অব এ্যাটনি দলিলের শর্ত প্রতিপালন না করে ও ঋনগৃহিতাদের না জানিয়ে ১৩০ কোটি টাকার সম্পত্তি ৯ কোটি ৪১ লাখ টাকায় নিলামে বিক্রি করেন এবং ম্যাজিস্ট্রেট ছাড়াই রাতের আধারে তালা ভেঙে জবর দখলের চেষ্টা করেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই এর সুষ্ঠু প্রতিকার চাই।