সারাদেশ

২৫ লাখ টাকা ব্যাংক থেকে উত্তোলন-ছাতকে কলেজের অধ্যক্ষ ও প্রভাষকসহ তিন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

  uadmin ৯ আগস্ট ২০২৩ , ৮:১৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ছাতকে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ অধ্যক্ষ সুজাত আলী,প্রভাষক রামেন্দু বিকাশ দে ও প্রভাষক তৈমুছ আলীর বিরুদ্ধে কলেজ ফান্ডের ২৫ লাখ টাকা গোবিন্দগঞ্জ ইউনিয়ন ব্যাংক উপশাখা থেকে উত্তোলন করে আতœসাতের অভিযোগের ঘটনায় জেলাজুড়েই ব্যাপক সমালোচনার ঝড় বইছে।

এঅনিয়ম দুনীতির ঘটনায় গত মঙ্গলবার রাতে ছাতক থানায় লিখিত অভিযোগ করেছেন গোবিন্দনগর গ্রামের মৃত হাজী আজিজুর রহমান চৌধুরী পুত্র সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

জানা যায়,গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ ২০২২ সালে ৪ সেপ্টেম্বর ও ৭ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জ ইউনিয়ন ব্যাংক হিসাব নং: ০৮৭১২১০০০০৯৮৮ (সেন্ট) থেকে ২৫লাখ টাকার অধিক টাকা গোপনে ব্যাংক থেকে টাকা গুলো উত্তোলন কওে ভাগবাটোয়ারা কওে নেন। তারা একে অপরের যোগসাজশে থেকে সরকারি বেতন-ভাতা ভুক্ত চাকুরীজীবি হয়ে জাতীয়করণকৃত প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের বর্ণিত একাউন্ট থেকে টাকা গুলো তোলে নিয়েছেন। এ টাকা গুণো তিনজনের শিক্ষকের পকেট চলে গেছে। ইউনিয়ন ব্যাংক থেকে কলেজ ফান্ড থেকে উত্তোলনের ঘটনার এ রহস্য এলাকায় জানাজানি হলে সকল শ্রেনীর মানুষ এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ স্বাধীনতার পর দেশ-বিদেশের সকলের আর্থিক সহায়তায় উচ্চ মাধ্যমিক কলেজ হিসেবে স্থাপন করেন। জাতির জনক বঙ্গবন্ধুর সদয় নির্দেশনায় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি আতাউল গণি ওসমানী ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন। কলেজটি তিলে তিলে ডিগ্রী অনার্স কলেজে উন্নীত হয়। বিতকিত অধ্যক্ষ সুজাত আলী সরকার দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে আইন বিধি ও উচ্চ আদালতের নির্দেশনা লংঘন করে সম্পূর্ণ বে-আইনি ভাবে কলেজের অর্থ লুটপাট লিপ্ত রয়েছে।
গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের নামে পূবালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখায় সভাপতি ও সদস্য সচিব এর যৌথ একাউন্ট থাকা স্বত্ত্বেও তারা নিয়মনীতিকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে ইউনিয়ন ব্যাংকের একটি উপশাখা একাউন্ট খোলা শিক্ষানীতির একাউন্ট রুলস নিয়মনীতি নির্দেশিকা সম্পূর্ণ অমান্য করেছেন।।কলেজের সরকারি বেতনভুক্ত রামেন্দু বিকাশ দে সরকারি বেতন বিল নং- টি ৯৪/৬, টিন নং: ১৭১৭৬০৩৫১৭৩০ সরকারি বেতনভুক্ত ব্যক্তি ও তৈমুছ আলী বেতন বিল নং-টি ৯৮/২, টিন নং:৭৮৪৭৩৪৫৫৮৮২৬ ব্যক্তিগত কলেজ তহবিলের অর্থ পাঠানো হয়। গত ২৭ জুলাই (মাউশি) কলেজের রাষ্ট্রবিঞ্জান বিভাগের অনিয়মের অভিযোগে প্রভাষক সুজাত আলীর বেতন ভাতা স্থগিত করার সিদ্ধান্ত গৃহিত করা করলো (মাউশি)।

তারা একে অপরের যোগসাজশে সরকারি বেতন-ভাতা ভুক্ত চাকুরীজীবি হয়ে জাতীয়করণকৃত প্রতিষ্ঠান গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের একাউন্ট থেকে টাকা উত্তোলন করে ৩জন মিলে নিজেদের মধ্যে ভাগাভাগি করেন।এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সমাজকর্মী, সাবেক জনপ্রতিনিধি, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের বর্তমান ও সাবেক গভর্নিংবডির সদস্য, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রনালয় কর্তৃক নির্দেশনার আলোকে কোনো প্রতিষ্ঠানের আর্থিক হিসাব পরিচালনার জন্য ব্যাংক একাউন্ট কলেজ/প্রতিষ্ঠান সভাপতি ও সদস্য সচিব ব্যতিত একাউন্ট খোলার কোনো সুযোগ নেই। “গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজ” অধ্যক্ষ, রামেন্দ্র বিকাশ দে, তৈমুছ আলী ইউনিয়ন ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের ২৫ লক্ষ টাকার অধিক টাকা উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে।
এছাড়া ও ২০০৮ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভবন নির্মাণে দূর্নীতি, ভবন নামকরণের ২ কোটি টাকা আত্বসাৎ এবং একই স্থানে পুকুর ভরাটের নামে সরকারি ও কলেজের টাকা অভারলেপিং করে আত্বসাৎ এবং গাছ বিক্রির টাকা আত্বসাৎ, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় এসব ঘটনা নিয়ে পৃথক পৃথক তিনটি মামলা সুনামগঞ্জ আদালতে দায়ের করা হয়। মামলায় উল্লেখ্য করেন, সুবর্ণ জয়ন্তী পূর্তি অনুষ্ঠানের প্রায় ৭৩ লক্ষ টাকা আয় (দান-অনুদান) সংক্রান্ত তথ্য রয়েছে। এমনিতেই ভূয়া অধ্যক্ষ পদ গোপন করে সনদ নং- ৯৪৬ আইনজীবী তালিকা নং ৭০১ প্রতারণা মূলক সদস্য হওয়ায় সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে সুজাত আলী রফিক নামে অভিযোগ-দায়ের হয়েছে। সুজাত আলী সরকার দলীয় ক্ষমতার দাপটে সুপ্রিম কোটের আপিল ডিভিশনে রায়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে অবৈধ ভাবে বহাল তবিয়তে রয়েছেন অধ্যক্ষ। কেবল চাকরিই নয়, এখন তিনি এ কলেজের অধ্যক্ষ পদে ক্ষমতার দাপটে দেখিয়ে রহাল রয়েছেন।তার বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও কলেজের সাবেক ছাত্র আশিকুর রহমান আশিক বাদী হয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা দায়ের করেন (নং- ৪৭৩৩)। হাইকোর্টের রায তার বিপক্ষে চলে গেলে তিনি সুপ্রিম কোর্টে লিভ টু আপিল দায়ের করেন। তার দায়েরকৃত সুপ্রিম কোর্টে লিভ টু আপিল খারিজ করেন আদালত। এরপর রিভিউয়ের আবেদনটি অবশেষে ও খারিজ করেন। কিন্তু উচ্চ আদালতের রায় না মেনেই চাকরি এবং অধ্যক্ষ পদে বহাল তবিয়তে দীঘ ধরেই। এ ক্ষেত্রে আদালতের রায়ও তাকে সরাতে পারছেন না বলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছেন। এব্যাপারে সুজাত আলী সঙ্গে তার ব্যক্তিগত মোবাইলে একাধিক যোগাযোগ করা হলে তার মোবাইলে রিং হচ্ছে তিনি রিসিভ করেনি। এব্যাপারে ইউনিয়ন ব্যাংক উপশাখার ইনচাজ জামিল আহমদ এর সঙ্গে সরাসরি তার ব্যাংক শাখায় যোগাযোগ করলে তাকে ব্যাংকে পাওয়া যায়নি। এ ব্যাপারে তিনি কোন বক্তব্য দিতে নারাজ তিনি । এব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান হাজি নিজাম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, মুজিবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্নীতি অর্থ আতœসাত ও লুটপাটকারীদের বিরুদ্ধে আইনানুগত নেয়ার জোর দারি জানিয়েছে। সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল ও কলেজের সাবেক ভিপি আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,সংশ্লিষ্ট কতৃপক্ষ কলেজ গর্ভনিং বডি জাতীয় বিশ্ববিদ্যালয় উর্চ্চ মাধ্যামিক শিক্ষা ও শিক্ষা মন্ত্রনালয় সুজাত আলী দেশের প্রচলিত আইনে সুপ্রিম কোটের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বহাল আছেন। এব্যাপারে থানার ওসি শাহ আলম অভিযোগ প্রাপ্তির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তদন্তপু বক আইনানুগত ব্যবস্থা হবে।