সারাদেশ

রৌমারীতে ২ গৃহহীন পরিবারকে ঘর উপহার দিলে প্রতিমন্ত্রীর ছেলে

  রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৩ , ৫:৩৯ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

ব্যবসার লভ্যাংশ ও পিতার সহযোগীতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপহার হিসাবে গৃহহীন ২ জন অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপির পুত্র ব্যারিস্টার সাফায়াত বিন জাকির সৌরভ।

বৃহস্পতিবার ২৩ নভেম্বর বেলা ১২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নটান পাড়া গ্রামে ও কলেজ পাড়া নামক স্থানে প্রায় ১১ লক্ষ টাকা ব্যায়ে তিন ফিট দেয়াল মেঝে পাঁকা ঘর, টিউবয়েল ও টয়লেট নির্মাণ করে দেন। ঘর পাওয়া দুই অসহায় পরিবার হলো নটান পাড়ার মৃত ওমর আলীর ছেলে মিছির উদ্দিন ও কলেজ পাড়ার মৃত কালাচাঁন চন্দ্র শীলের ছেলে পরেশ চন্দ্র শীলকে ঘর প্রদান করেন।

ঘর পেয়ে আবেগে আপ্লুত হয়ে পরশের পরিবার ও মিছির উদ্দিনের পরিবার বলেন, আমরা ঘর বিনে অনেক কষ্টে ছিলাম। এযাবৎ অনেক জনপ্রতিনিধি সহযোগীতার জন্য বিভিন্ন ভাবে প্রতিশ্রুতি দিলেও পরে আর কেউ আসেনি। এছাড়াও সরকারি ভাবে তেমন কোনো সহায়তা পাইনি। এমন সময় প্রতিমন্ত্রীর ছেলে সংবাদ পেয়ে ছুটে আসেন। তিনি আমাদের জন্য ঘর নির্মাণ করে দেন। তার কাছ থেকে এমন সুন্দর ঘর পাবো আশা করি নাই। আমরা তার জন্য প্রাণ ভরে দোয়া করি। পাশাপাশি তার প্রতি ও আ‘লীগ সরকারের প্রতি আমরা আ‘জীবন কৃতজ্ঞ থাকবো। গণশিক্ষা প্রতিমন্ত্রীর পুত্র ব্যারিস্টার সাফায়াত বিন জাকির সৌরভ এর পক্ষে ঘরের চাবি হস্তানন্তর করেন উপজেলা আ‘লীগের সাধারন সম্পাদক আবু হোরায়রা।

ঘর উদ্বোধন কালে উপস্থিত ছিলেন,উপজেলা আ‘লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল করিম,উপজেলা আ‘লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রবিন,উপজেলা আ‘লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক আকতার আহসান বাবু, রৌমারী সদর ইউপি সদস্য রবিউল ইসলাম রানা,গাওসুল,নাজিম উদ্দিন,বকুল হোসেন,সোহাগসহ দলীয় নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ।