নিজস্ব প্রতিবেদক ২৯ ডিসেম্বর ২০২৩ , ৪:৫৫ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আগামী ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনসভা দু’টিতে যোগ দিয়ে নির্বাচনী এলাকার ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি। জনসভা সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সে লক্ষ্যে ৩০ ডিসেম্বর এ দুই উপজেলায় নির্বাচনী জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি।
এরই ধারাবাহিকতায় বরিশালের জনসভা শেষে করে ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে রাত্রি যাপন করবেন। পরদিন ৩০ ডিসেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় জনসভা করবেন।
এদিন সকালে টুঙ্গিপাড়া উপজেলা সদরের সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ও দুপুরে কোটালীপাড়া পৌরসভার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন তিনি।
ইতোমধ্যে জনসভাস্থলে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
কোটালীপাড়ায় এর আগে জনসভা করলেও টুঙ্গিপাড়ায় ২০০১ সালের পর এবারই নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফলে ইতোমধ্যেই জনসভাস্থলে মঞ্চ তৈরিসহ সকল প্রস্তুতির কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর চাচা ও শেখ পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য শেখ কবির হোসেন।