রাবি প্রতিনিধি ২৪ সেপ্টেম্বর ২০২৪ , ২:৩০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে ।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টায় বিভাগে তালা প্রদানের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন তারা।
শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো, বিভাগের ৩০ তম ব্যাচের (২০২০-২১ সেশন) আটকে থাকা পরীক্ষা অনতিবিলম্বে নেওয়া, ৩১ তম ব্যাচের ১১ মাস ধরে চলা দ্বিতীয় বর্ষের ১ম সেমিস্টার পরীক্ষার সময়সূচি প্রদান, সেশনজট কমাতে প্রতিটি সেমিস্টার ৪ মাস শেষ করা এবং বিভাগের সাবেক সভাপতি অধ্যাক মুশতাক আহমেদের বিরুদ্ধে প্রশাসন বরাবর করা অভিযোগের তদন্তে বিভাগ থেকে সর্বাত্মক সহায়তা করা।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, আমাদের কোনো কোনো ব্যাচের সেমিস্টার ১ বছর পরেও হচ্ছে না। আমরা বিভাগের আরো কিছু দুর্নীতিসহ চার দফা দাবি হাজির করে দীর্ঘদিন স্যারদের সাথে আলোচনা করে যাচ্ছি কিন্তু কোনো সমাধান এখনো পাইনি। তাই চার দফা দাবি নিয়ে বাধ্য হয়ে আমাদের আন্দোলনে বসতে হলো। আমরা দ্রুত একটা সমাধান চাই। আমাদের ভোগান্তি কমিয়ে আনার অনুরোধ থাকবে ডিপার্টমেন্টের কাছে। আজকের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।
অবস্থানরত শিক্ষার্থীরা এসময়, ‘পরিবারের নামে প্রতারণা, চলবে না, চলবে না’, ‘আমরা কেনো আদুভাই, জবাব চাই!জবাব চাই’, এক বছরে সেমিস্টার, ধিক্কার! ধিক্কার! ‘, ‘পরীক্ষার কেনো ধীর গতি? কি করছেন সভাপতি ‘, ‘৪ মাসে সেমিস্টার, সব ব্যাচের দরকার ‘, ‘আর নয় বাড়াবাড়ি, পরীক্ষা চাই তারাতাড়ি ‘,
‘বাবা গো! সোনা গো! ছাইড়া দেন!ছাইড়া দেন’, ‘মিস্টি আলাপ বাদ দেন, ৪ দফা মাইনা নেন’,
‘গুটি চালানো বাদ দেন, আমাদের মুক্তি দেন’,
‘রেজাল্ট কেন দশ মাসে, রেজাল্ট চাই ১ মাসে ‘, ‘শিক্ষকদের স্বৈরাচার রুখে দাও, গুড়িয়ে দাও’, ‘মোস্তাকের দোসররা হুশিয়ার সাবধান, তদন্তে সহায়তা, করতে হবে করতে হবে’, ‘মোশতাকের পক্ষ নিলে, চেয়ার আপনার থাকবে নারে’, মাস গেলে বেতন তোলে,পরীক্ষা কেন থাকে ঝুলে! স্লোগান দিতে থাকেন।
অবস্থান কর্মসূচির বিষয়ে জানতে চেয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড.মোজাম্মেল হোসেনের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি।
অবস্থান কর্মসূচিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ স্নাতক পর্যায়ের সকল বর্ষের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত আছেন।