সদরুল আইন, স্টাফ রিপোর্টার ২৯ নভেম্বর ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ টি আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে আওয়ামী লীগ। কিন্তু কিছু কিছু আসনে বিতর্ক সৃষ্টি হওয়ার কারণে কয়েকটি আসনে আওয়ামী লীগ শেষ মুহুর্তে প্রার্থী পরিবর্তন করতে পারে।
যে সমস্ত আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে সে সব আসনে বিকল্প প্রার্থীদের স্বতন্ত্রভাবে মনোনয়ন জমা দেওয়ার জন্য ইতোমধ্যে নিদের্শ দেওয়া হয়েছে।
তাদেরকে বলা হয়েছে যে, দলের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করতে। দলের এরকম নিদের্শ পেয়ে বেশ কিছু আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি এমন নেতৃবৃন্দ মনোনয়নপত্র জমা দিচ্ছেন এবং তারা প্রস্তুতিও শুরু করেছেন।
যে ৬টি থেকে ৮টি আসনের কথা বলা হচ্ছে তার মধ্যে ফরিদপুর, টাঙ্গাইল এবং রাজশাহীর একটি করে আসন আছে বলে জানা গেছে। অন্যান্য আসনগুলোর ব্যাপারে এখন পর্যন্ত বিস্তারিত তথ্য জানা যায়নি।
উল্লেখ্য, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে সমস্ত আসনগুলো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে বা নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে সেগুলো নিয়ে আগামী বৃহস্পতিবার পর্যালোচনা করবেন বলে জানা গেছে।