বিবিধ

৯৯৯-এ ফোন, অতঃপর গৃহবধু উদ্ধার

  এস এম রাফি ৩১ জানুয়ারি ২০২৩ , ১২:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে স্বামীর নির্যাতনের শিকার এক গৃহবধু জরুরী সেবা ৯৯৯ এ ফোন করার পর তাকে উদ্ধার করলো থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে গৃহবধু মোছাঃ স্বপ্না রানীকে তার স্বামী মোঃ হাফিজুর রহমান ঘরের ভিতর আটকে রেখে শারীরিক নির্যাতন করে। এসময় ওই গৃহবধুর পরিবারের লোকজন খবর পেয়ে আসলে বাড়িতে প্রবেশ করতে দেয় নাই। পরে ওই গৃহবধু কোন উপায় না পেয়ে ৯৯৯- এ ফোন করেন। গৃহবধু স্বপ্না রানী তেলিপাড়া এলাকার মোঃ রফিয়েল হকের মেয়ে।

এস আই আজিজুর রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে মৌখিক অভিযোগের সত্যতা পাওয়া যায়। তখন আটক করে রাখা গৃহবধুকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে ওই গৃহবধুর স্বামী তার শ্বশুর বাড়ির লোকজনকেও বাড়ির ভিতরে যেতে দেয় নাই।

এবিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান জানান, ৯৯৯ এ ফোন পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে গৃহবধুকে উদ্ধার করে থানায় এনে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। সেই সাথে তাদের কে বলা হয়েছে যদি তারা অভিযোগ করতে চান তাহলে থানায় লিখিতভাবে জানাবে। তাহলে আমরা সেই মোতাবেক আইনগত ব্যবস্থা নেবো।