বিবিধ

অক্ষমতা অন্তর্ভুক্ত অনুসন্ধান,উদ্ধার এবং উচ্ছেদ বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ শুরু

  কুড়িগ্রাম প্রতিনিধি: ৮ ডিসেম্বর ২০২৪ , ৭:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

দুর্যোগ প্রবণ এলাকায় অক্ষমতা অন্তর্ভুক্ত অনুসন্ধান,উদ্ধার এবং উচ্ছেদ বা ডিজঅ্যাবিলিটি ইনক্লুসিভ সার্চ, রিসোর্চ এবং ইভেকুশন বিষয়ক তিন দিনব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।

বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনাশীপ (বিপিপি) কার্যক্রমের আওতায় ন্যাশনাল অ্যালায়েন্স অফ হিউম্যানিট্রেয়ান অ্যাকটরস,বাংলাদেশ (নাহাব) এর উদ্যোগে ৮ হতে ১০ডিসেম্বর পর্যন্ত চলবে। রবিবার সকালে টিডিএইচ ফাউন্ডেশন মিলনায়তনে এই কর্মশালা শুরু হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপসচিব অসীম চন্দ্র বনিক,নাহাব-এর সমন্বয়কারী রওশন আলী।
তিন দিনব্যাপি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন,জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্য, এনজিও প্রতিনিধি, সিপিপি ও এফবিসিসিআই এর ভলান্টিয়ার এবং মিডিয়াকর্মী।
বিল এন্ড মিলিন্ডা গেইটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস (এডিপিসি) এর কারিগরী সহায়তায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিপিপি মোবিলাইজেশন ডেস্ক হতে পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা পর্যায়ের সমন্বয়ে নাহাবের সহযোগী সংগঠন আফাদ সার্বিক সহায়তা প্রদান করে। নাহাবের সাথে যৌথভাবে প্রশিক্ষণটি সঞ্চালনা করেন,সেন্টার ফর ডিজএ্যাবেলিটি ইন ডেভেলপম্যান্ট (সিডিডি)। #