এস এম রাফি ৮ অক্টোবর ২০২৩ , ৬:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
গাজীপুরের শ্রীপুর উপজেলার নারী শিক্ষার একমাত্র পাদপীঠ ঐতিহ্যবাহী মিজানুর রহমান খান মহিলা ডিগ্রী কলেজ।
গত ১২/৯/২০২৩ ইং এক অনাকাংখিত ব্যক্তিগত আদেশে কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ,প্রতিষ্ঠাতা সদস্য,মরহুম মিজানুর রহমান খানের পুত্রবধু শেখ নাজমা আক্তার লিজাকে তার স্বপদ থেকে আইনবহির্ভূতভাবে বহিষ্কার করা হয়।
একই সাথে কলেজটির ভাইস প্রিন্সিপাল আব্দুল বাতেন আকন্দকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়।
উক্ত আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে শেখ নাজমা আক্তার লিজা হাইকোর্টে আপিল করেন।
উক্ত আপিলের প্রেক্ষিতে আজ(৮ অক্টোবর) বিচারপতি এনায়েতুর রহিমের চেম্বার জজ আদালতের একটি বেঞ্চ এ সংক্রান্ত আদেশের বৈধতার কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা ও শুনানী শেষে শেখ নাজমা আক্তার লিজার অপসারনকে অবৈধ ও আইন বহির্ভূত ঘোষণা করেন।
একই সাথে ১২/৯/২৩ ইং তারিখে একক সিদ্ধান্তে গৃহীত বহিষ্কার আদেশ অবৈধ ঘোষণার পাশাপাশি শেখ নাজমা আক্তার লিজাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে পূণ:বহাল করেন।
বিজ্ঞ আদালত তার পর্যবেক্ষণে বলেন, এখন থেকে কলেজটির শিক্ষকদের বেতন-ভাতাসহ সকল আয় ব্যয় সভাপতি নিগার সুলতানা ঝুমা এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ নাজমা আক্তার লিজা’র যৌথ সাক্ষরে পরিচালিত হবে।
উল্লেখ্য, কলেজটির সভাপতি ইতিপূর্বে আদালতে যে মুছলেকা দিয়েছিলেন তার উপর শুনানী শেষে আদালত তাকে ক্ষমা করে দেন।
আজকের ঐতিহাসিক রায়ের ফলে শেখ নাজমা আক্তার লিজা ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং নিগার সুলতানা ঝুমা সভাপতি হিসেবে বহাল থাকলেন।
ফলে কলেজটিকে ঘিরে এতদিনের অচলাবস্থা, অনিশ্চয়তার অবসান হলো।