uadmin ১৪ মার্চ ২০২৪ , ৫:৪২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
সদরুল আইনঃবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল বুধবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। তবে আজ বৃহস্পতিবারই তিনি গুলশানের বাসায় ফিরছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাতে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে সবকিছু ঠিক থাকলে আজ বিকেল ৫টায় অথবা ইফতারের পরে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় আনা হবে খালেদা জিয়াকে।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া। কিছু পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
উল্লেখ্য, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন। হাসপাতালে ৫ মাস থাকার পর গত ১১ জানুয়ারি তাকে বাসায় আনা হয়।