বিবিধ

আজ বিকালে প্রমোদতরি ‘গঙ্গা বিলাস’ চিলমারী নদী বন্দরে আসছে

  এস এম রাফি ১৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:৩৬ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

গতকাল সকালে সিরাজগঞ্জ ভ্রমণ শেষে পর্যটকবাহী প্রমোদতরিটি দুপুরে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা পৌঁছে নোঙর করে।সেখান থেকে আজ সকাল সাড়ে ছয়টায় প্রমোদতরিটি চিলমারীর উদ্দেশ্যে রওনা হয়েছে।পর্যটকবাহী প্রমোদতরিটি আজ বিকালে চিলমারী নদী বন্দরে পৌঁছাবে এবং পর্যটকরা রাতে ব্রহ্মপুত্র নদের বুকে প্রমোদতরিতেই অবস্থান করবে।
আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সকাল সাতটায় জেলা প্রশাসন, কুড়িগ্রাম ও উপজেলা প্রশাসন,চিলমারী পর্যটকদের স্বাগত জানাবেন।কাস্টমস ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও এনবিআর।
এরপর পর্যটকরা চিলমারী থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হবে।তারা রংপুরে তাজহাট জমিদার বাড়ি,রংপুর যাদুঘর (কাস্টোডিয়ানের কার্যালয়, রংপুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর তাজহাট জমিদার বাড়ি) এবং ডিমলা কালী মন্দির, মাহিগঞ্জ ঘুরে দেখবেন।
ঘুরা শেষে তারা আবার চিলমারীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন এবং বিকালে চিলমারী নদী বন্দরে প্রমোদতরিতে অবস্থান করবেন।
১৭ ফেব্রুয়ারী চিলমারী নদী বন্দর থেকে ভারতের ধুবড়ি বন্দর দিয়ে আসামে প্রবেশ করবে গঙ্গা বিলাস।