জাতীয়

আজ রংপুরে ভাসন দেবেন প্রধানমন্ত্রী

  এস এম রাফি ২ আগস্ট ২০২৩ , ৮:০৭ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে বুধবার (২ আগস্ট) রংপুরে যাবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই সফর ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এখানে প্রায় সাড়ে তিন ঘণ্টা অবস্থান করবেন তিনি।

এ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে সফরসূচি প্রকাশ করেছেন তাঁর একান্ত সহকারী সচিব ইসমাত মাহমুদা।

জানা যায়, প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রংপুরের উদ্দেশে রওনা হবেন। তাঁকে বহন করা হেলিকপ্টার দুপুর ২টায় রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করবে। পরে ২টা ৫ মিনিটে সেখান থেকে সড়ক পথে সার্কিট হাউসে আসবেন। ২টা ১৫ মিনিটে সেখানে পৌঁছে তিনি মিলনায়তনে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বেলা ৩টার দিকে রংপুর জিলা স্কুল মাঠের জনসভায় যোগ দেবেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ মাস আগে প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে বড় ধরনের শো-ডাউনের টার্গেট নিয়ে বিভাগের আট জেলায় দুই সপ্তাহ ধরে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে। বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এখন অবস্থান করছেন রংপুরে।

মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, রংপুরের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এদিকে রংপুরের পুত্রবধূ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মহানগরীকে সাজানো হয়েছে নানান সাজে। রঙিন ব্যানার, পোস্টার, বিলবোর্ড, শত শত তোরণ, প্লাকার্ড নির্মাণ করা হয়েছে রাস্তার দুই ধারে। চলছে ব্যাপক প্রচারণাও। স্থানীয় সাংস্কৃতিককর্মী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৫২ থেকে ২০২৩ সাল পর্যন্ত গীতি আলেখ্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান ডিসপ্লে করবে।

প্রধানমন্ত্রী এ মহাসমাবেশে রংপুর বিভাগের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিকেলে ফিরে যাবেন ঢাকায়।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবি পূরণের আশায় বুক বেঁধেছে রংপুরবাসী। প্রধানমন্ত্রী এবার রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেইসঙ্গে নতুন প্রতিশ্রুতির ঘোষণাও আসতে পারে।