আন্তর্জাতিক

আজ রাতেই হতে পারে হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি

  আন্তর্জাতিক ডেস্ক ২১ নভেম্বর ২০২৩ , ৮:০৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি রয়েছে। চুক্তির এই বিষয়টি একেবারে ‘‘চূড়ান্ত পর্যায়ে’’ পৌঁছেছে বলে উভয়পক্ষের মাঝে মধ্যস্থতাকারী কাতারের সরকারি এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

এর ফলে মঙ্গলবার (২১ নভেম্বর) রাতেই অথবা আগামীকাল সকালের মধ্যেই হামাস-ইসরায়েল চুক্তির ঘোষণা আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, ‘আমরা একটি চুক্তিতে পৌঁছানোর সবচেয়ে কাছাকাছি অবস্থানে আছি।’ সাময়িক যুদ্ধবিরতির বিনিময়ে ২৪০ জিম্মিকে মুক্ত করার লক্ষ্যে ইসরায়েলের সাথে হামাসের মাঝে চুক্তির এই আলোচনায় মধ্যস্থতা করছে উপসাগরীয় অঞ্চলের ধনী রাষ্ট্র কাতার।

গত ৭ অক্টোবর ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মাত্র চার জিম্মিকে মুক্তি দিয়েছে গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। চুক্তির বিষয়ে আল-আনসারি বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী, অত্যন্ত আশাবাদী। আমরা একটি মানবিক যুদ্ধবিরতি সফল করার কাজে মধ্যস্থতার জন্য অত্যন্ত আগ্রহী।’