এস এম রাফি ১০ ফেব্রুয়ারি ২০২৩ , ৬:৫৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
রাজিবপুর প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা পূর্ব পাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ঘরের নাতি মোঃ আব্দুল্লাহ। তার জন্মের তিন মাস পর আবদুল্লাহ মাথার পিছনে আল্লাহ লেখা থাকায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
আবদুল্লাহ বয়স ১৮ মাস। শিশু আবদুল্লাহ সব সময় গজল ও ওয়াজ শুনতে ভালোবাসে। শিশু আব্দুল্লার মা মাঝে মধ্যেই স্বপ্নে দেখেন যেন তার সন্তান কে মসজিদ,মাদ্রাসা নিয়ে যায়।শিশু আব্দুল্লাহর নানা আনোয়ার হোসেন জানান,আমার নাতির বয়স যখন তিন থেকে চার মাস তখনই মাথার পিছনে আল্লাহ লেখা ভেসে উঠছে।
আবদুল্লাহ নানি মোছাঃ আসমা খাতুন বলেন, আমার নাতি সব সময় মসজিদ ও মাদ্রাসার প্রতি আগ্রহ দেখায় সপ্তাহে তিন তাকে মসজিদে নিয়ে যেতে হয়। প্রতিবেশী এক মহিলা জানান,ছোট বেলায় থেকে দেখে আসছি তার মাথায় পিছনে আল্লাহ লেখা। তাকে দেখার জন্য এলাকার মানুষ প্রতিনিয়ত বাড়িতে ভিড় জমায়।
রাজিবপুর সুইচগেট জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ খান ফয়েজি বলেন, আমরা মুসলিম আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাতায়ালা আমাদের খালেক। অলৌকিক কোন কিছু ঘটলে সেই জিনিসটা স্থায়ী হয় না।