রাজনীতি

আবার সিসিইউতে খালেদা জিয়া

  uadmin ১৪ অক্টোবর ২০২৩ , ১১:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয় খালেদা জিয়াকে। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। এরই মধ্যে বেশ কয়েকবার সিসিইউতে নেওয়া হয় তাঁকে।