এস এম রাফি ২৯ অক্টোবর ২০২৩ , ৯:১২ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে নেওয়াশী ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সংরক্ষিত মহিলা সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এক নারী। ভুক্তভোগী রেহেনা বেগম উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা মন্ডলটারী এলাকার আশরাফুল আলমের স্ত্রী। অভিযুক্ত জাহানারা বেগমে ইউপির ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য।
অভিযোগ সূত্রে জানা গেছে, মহিলাবিষয়ক অধিদপ্তরের অধীন মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন নেওয়াশী ইউপির মহিলা সদস্য জাহানারা বেগমের হাতে জমা দেন রেহেনা বেগম। আবেদন মঞ্জুরের পর তালিকায় নাম ওঠলেও তার মোবাইল ফোনের বিকাশ নম্বরে ভাতার টাকা যায়নি। পরে আশরাফুল আলম খোঁজ নিয়ে জানতে পারেন, তার স্ত্রীর ভাতার টাকা মহিলা ইউপি সদস্য জাহানারার স্বামীর ব্যক্তিগত মোবাইল ফোনের বিকার নম্বরে প্রতি মাসে ৮০০ টাকা করে গিয়েছে।
জানতে চাইলে আশরাফুল আলম জানান, ‘মহিলা মেম্বার আমাদের মোবাইল ফোন নম্বরের স্থলে তার স্বামীর নম্বর দিয়ে নিয়মিত ভাতার টাকা আত্মসাৎ করে আসছেন। আমরা বারবার মোবাইল ফোন নম্বর পরিবর্তনের জন্য তার কাছে গেলে, তিনি টালাবাহানা করছেন।’
অভিযোগ সম্পর্কে মহিলা ইউপি সদস্য জাহানারা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। তিনি বলেন, ‘আমি কিছু বলব না। চেয়ারম্যানের সাথে কথা বলেন।’
জানতে চাইলে নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহাফুজার রহমান মুকুল বলেন, ‘আমি আর কী বলব। ইউএনওর সঙ্গে কথা বলেন। তিনি এটা ঠিক করে দিতে চেয়েছেন।’
যোগাযোগ করা হলে ইউএনও কাউছার আহাম্মেদ বলেন, ‘আমি আজ (রবিবার) সকালে অভিযোগটা পেয়েছি। এখনও তদন্ত করিনি। তবে ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছি, বিষয়টি জেনে আমাকে জানানোর জন্য। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তিনি (মহিলা ইউপি সদস্য) উপজেলায় এসে ‘ভুল হয়েছে’ বলেন মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে বসে এটা সংশোধন করছেন।