Mosharaf Hossain ১৩ নভেম্বর ২০২৪ , ৮:৪৩ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ
বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইতালি উত্তর শাখার অধীনস্হ কমিটি নিয়ে কতিপয় লোকের কুরুচিপূর্ণ ও অসাংগঠনিক বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার স্থানীয় একটি হলরুমে ইতালির তরিনো শাখা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সএক জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তরিনো শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাকের সূচনা বক্তব্যের পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন সংগঠনের আহ্বায়ক নাসির জমাদ্দার। এতে তিনি উল্লেখ করে বলেন, বিগত ২৮ অক্টোবর স্বঘোষিত তরিনো যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর এক সভায় তরিনো বিএনপির অবাঞ্ছিত সম্পাদক আবু বকর স্বেচ্ছাসেবক দল নিয়ে কুরুচিপূর্ণ অশালীন, বিভ্রান্তিমুলক, মিথ্যা তথ্য প্রদান করে বক্তব্য প্রদান করে। যা স্থানীয় সোস্যাল মিডিয়ায় প্রচারিত হলে নেতাকর্মীদের মনে নেতিবাচক প্রভাব বিস্তার করে।
তিনি আরও উল্লেখ করে বলেন, গত ৭ ই অক্টোবর স্থানীয় ও কেন্দ্রীয় দায়িত্ব প্রাপ্ত নেতাকর্মীদের উপস্থিতিতে সংগঠনের সকল নিয়ম নেমে সকলের মতামতের ভিত্তিতে ইতালি উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমত উল্লাহ শিকদার রবিন ও সদস্য সচিব নূর হোসেন জমির তরিনো শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে উক্ত বক্তব্য প্রদান কারী আব বকর কে অবিলম্বে উক্ত বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা প্রার্থনা সহ তার বিরুদ্ধে বিএনপির হাইকমান্ডের নিকট সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানানো হয়।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল তরিনো শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক ইমন হোসেন অন্তর, মোজাম্মেল হক মঞ্জু,শাহিন জমাদ্দার,আবু তাহের, রুবেল হোসেন, আবদুর রহমান হাওলাদার , ফিরোজ হোসেন সুমন ,ফয়েজ আহমেদ, সদস্য আজিজুল ইসলাম ,আব্দুর রহমান, এমডি মাসুম রানা,আলী হোসেন, জুয়েল, ফরান,বেলাল হোসেন প্রমুখ।