বিবিধ

ঈদুল আজহায় তিস্তা সেতু এলাকায় বিনোদন প্রেমী মানুষের উপচে পড়া ভীড়

  এস এম রাফি ১ জুলাই ২০২৩ , ৭:২৩ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

জহির রায়হান কাউনিয়া (রংপুর)থেকেঃ- ঈদুল আজহার দিন থেকে ৩ তিন পর্যন্ত প্রাকৃতিক ও নান্দনিক জায়গা হিসেবে কাউনিয়ার তিস্তা রেলওয়ে ও সড়ক সেতুতে বিনোদন প্রেমী মানুষের উপচে পড়া ভীরের সৃষ্টি হয় । মুসলমান সম্প্রদায়ের দুই ঈদ ও হিন্দু সম্প্রদায়ের দূর্গা পূঁজা আর বাংলা নববর্ষে হাজার হাজার মানুষের ঢল নামে তিস্তা নদীর পাড়ে সেতু এলাকায়। তেমনি ২৯ জুন থেকে ১ লা জুলাই পর্যন্ত ঠান্ডা আবহাওয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে তিস্তা সেতু পাড়ে বিনোদন প্রেমি হাজার হাজার মানুষের ভীর জমে। নির্মল হাওয়া, নৌকা বাইচ প্রতিযোগিতা ও নৌকা ভ্রমন আনন্দ প্রিয় মানুষ কে ক্ষনিকের জন্য হলেও অন্য জগতে নিয়ে যায়। কেউ কেউ শ্যালো চালিত আবার কেউ ডিঙ্গি নৌকা ভাড়া করে তিস্তা নদীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় । ঈদের দিনে তিস্তা সেতুর নীচে গ্রামীন ঐতিহ্য নৌকা বাইচ প্রতিযোগিতা বিনোদন প্রেমীদের একটু আলাদা আনন্দ দেয়। তিস্তা সেতু পাড়ে বিনোদনের জন্য ঘুড়তে আসা সালমা পারভীন বলেন তিস্তা সেতুর দুই প্রান্তে রেল ও সড়ক জনপদের সরকারী অনেক জায়গা রয়েছে এটিকে পর্যটন শিল্পের আওতায় এনে পিকনিক স্পট সহ বিনোদন পার্ক গড়ে তোলা হলে সরকারের যেমন রাজস্ব আয় হবে তেমনি শিশুরাসহ বিনোদন প্রেমী মানুষ নির্মল বিনোদন সুবিধা পেত। বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী জানান এখানে একটি বিনোদন স্পট তৈরীর চেষ্টা করছি।