রংপুর ব্যুরো ৪ জুন ২০২৪ , ৩:০০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে সারাদেশেজুড়ে ১০ জোড়া অর্থাৎ ২০টি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ।এই তালিকায় নেই উত্তরের রংপুর অঞ্চল। এর ফলে এই বিশেষ ট্রেনের সুবিধা পাচ্ছেন না রংপুরের মানুষজন। আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনই রংপুরের মানুষের একমাত্র ভরসা। যার টিকিট নিয়ে ঘটে তেলেসমতি কারবার। এতে হতাশ সচেতন নাগরিক সমাজ সহ রংপুরবাসী। তারা দ্রুত সময়ের মধ্যে এবারের ঈদে রংপুরের জন্য একটি স্পেশাল ট্রেন বরাদ্দ দেয়ার বিষয়ে রেলমন্ত্রীসহ সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।
জানা গেছে, ঈদ যাত্রার বিশেষ ট্রেনগুলোর মধ্যে এবার চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল ট্রেন চলবে দুই জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল এক জোড়া, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল এক জোড়া, কক্সবাজার-চট্টগ্রাম রুটে কক্সবাজার ঈদ স্পেশাল এক জোড়া, ভৈরব বাজার-কিশোরগঞ্জ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল দুই জোড়া, জয়দেবপুর-পার্বতীপুর রুটে পার্বতীপুর ঈদ স্পেশাল এক জোড়া ট্রেন চলাচলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া পার্বতীপুর-দিনাজপুর রুটে এবং ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে গোর-এ-শহীদ ঈদ স্পেশাল ট্রেন দুই জোড়া চলবে। চাঁদপুর, দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ, কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনগুলো ১২ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরদিন থেকে ৭ দিন চলাচল করবে। শোলাকিয়া ঈদ স্পেশাল ও গোর-এ-শহীদ ঈদ স্পেশাল শুধু ঈদের দিন চলাচল করবে। পার্বতীপুর ঈদ স্পেশাল ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত তিনদিন এবং ঈদের পরে ২১ থেকে ২৩ জুন পর্যন্ত তিনদিন চলাচল করবে।
এদিকে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় সূত্রে জানাগেছে, এই বিভাগ থেকে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, একতা, দ্রুতযান, দোলনচাপা, করতোয়া এক্সপ্রেস ও বাংলাবন্ধা এক্সপ্রেস চলাচল করে। এসব ট্রেনে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী ঢাকা, খুলনা, যশোর, বগুড়া, নাটোরসহ বিভিন্নস্থানে যাতায়াত করেন।এসব ট্রেনের যাতায়াতে এমনিতেই টিকিট পাওয়া যায় না। একারণে রংপুর অঞ্চলের সাধারণ মানুষের আশা ছিল এবার হয়তো ঈদে রংপুরের ভাগে একটি স্পিশাল ট্রেন পড়বে। কিন্তু তা না হওয়ায় ট্রেনের নিয়মিত অনেক যাত্রীই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রংপুর নগরীর তামপাট এলাকার আশরাফুর আলম বলেন, তিনি রংপুর থেকে ঢাকায় প্রায়ই যাতায়াত করেন। আশা ছিল এবার ঈদে রংপুরবাসী একটি স্পেশাল ট্রেন পাবে। কিন্তুু সেই আশা পূরণ হলো না। বরাই রংপুরবাসী বঞ্চিতের তালিকায় রইলো।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ঈদের সময় এমনিতেই সড়ক পথে চাপ বাড়ে। ঢাকা থেকে রংপুরে আসতে ১০-১২ ঘন্টা লাগে। কখনো ১৬ ঘন্টাও লাগে। এমন পরিস্থিতিতে মানুষজনের নিরাপদ যাতায়াতের মাধ্যম হলো ট্রেন। রংপুরের মানুষের কথা ভেবে একটি বিশেষ ট্রেন চালুর দাবি করেন তারা।
এবিষয়ে রংপুর রেল স্টেশনের রেল সুপার শংকর গাঙ্গুলি বলেন, রংপুরে এখন পর্যন্ত কোন বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়নি। এবিষয়ে কোন নির্দেশনাও নেই।