সারাদেশ

উত্তরে নদ-নদীতে বাড়ছে পানি

  এস এম রাফি ১৩ আগস্ট ২০২৩ , ১০:০৮ পূর্বাহ্ণ প্রিন্ট সংস্করণ

দেশের পার্বত্য তিন জেলায় পানি কমে যাওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অন্যদিকে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চলের নদ-নদীতে বাড়ছে পানি। এতে নদী অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

ভারী বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রসহ ১৬টি নদ-নদীর পানি বাড়তে শুরু করায় বেশ কয়েকটি গ্রামে পানি ঢোকার খবর পাওয়া গেছে। তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) বলছে, অতিভারী বৃষ্টিতে কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। তবে মধ্যমেয়াদি (১-১০ দিন) বন্যার পূর্বাভাস এখন পর্যন্ত নেই।

শনিবার পাউবোর সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের সই করা সারসংক্ষেপে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ধরলা নদী কুড়িগ্রাম এবং দুধকুমার নদী পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি থাকতে পারে। এ ছাড়া আরও তিন দিন ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা-পদ্মায় নদীর পানি বাড়তে পারে।

রবিবার আবহাওয়া অফিদফতর জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। দেশে দিন ও রাতের তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হওয়ায় দেশে বৃষ্টিপাত বেড়েছে। বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামী বৃহস্পতিবার তা কমে আসতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বাপাউবো জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলেও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ফলে এই অঞ্চলের প্রধান নদীগুলোর (সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, ভুগাই-কংশ, মনু, খোয়াই) পানি দ্রুত বাড়তে পারে। পানি বাড়তে থাকায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র অববাহিকার কয়েকটি চরের নিম্নাঞ্চলে পানি ঢুকেছে।

বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য সফিকুল ইসলাম বলেন, চরে আবারও পানি প্রবেশ করতে শুরু করেছে। শনিবারের মতো পানি বাড়তে শুরু করলে এসব চর আবার প্লাবিত হতে পারে।