এস এম রাফি ১ আগস্ট ২০২৩ , ১০:৫৮ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
মুন্সীগঞ্জের শ্রীনগরে সরকারী একসনা লীজ সম্পত্তিতে বিল্ডিং নির্মার্ণের অভিযোগ উঠেছে।
গত কয়েক সপ্তাহ যাবৎ উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর বালাশুর বানিয়াবাড়ী আশ্রয়ন প্রকল্পের পূর্বে পাশে বানিয়াবাড়ী মসজিদের ইমাম মাওলানা আব্দুল আজিজ মোড়লের বিরুদ্ধে এই অভিযোগ উঠে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালাশুর চৌরাস্তা হতে উত্তর বালাশুর নতুন বাজার গামী পাকা রাস্তার পূর্ব পাশে একসনা লীজের জায়গায় পাইলিং করে বিল্ডিং নির্মান করছে। উত্তর বালাশুর নতুন বাজারসহ আশপাশের এলাকায় প্রায় লীজ সম্পত্তিতে দুতলা-তিনতলা ভবন নির্মান করা হচ্ছে।
লীজ সম্পত্তিতে বিল্ডিং নির্মাণের ব্যাপারে নির্মানকারী মাওলানা আব্দুল আজিজ মোড়লের কাছে জানতে চাইলে তিনি বলেন, শুধু কি আমিই লীজের জমিতে বিল্ডিং উঠাচ্ছি। এই এলাকার সবাইতো লীজের সম্পত্তিতে দুই-তিনতলা বিল্ডিং নির্মাণ করেছে। আপনারা তাদের বিরুদ্ধে নিউজ করেন।
উপজেলা রাঢ়ীখাল ইউনিয়ন সহকারী তহসিলদার মোঃ আমির হোসেন বলেন, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখতে নিষেধ করেছি এবং এই ব্যাপারে এসিল্যান্ড স্যারকে জানিয়েছি।