এস এম রাফি ১২ মে ২০২৩ , ৬:৫০ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ
ইউনুস আলী,উলিপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ কর্মী। দেশে বর্তমানে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা। সবাইকে ধান কেটে দিতে উৎসাহী করতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান ছাত্রলীগের নেতা-কর্মীরা।
১০ই মে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ গ্রামের জশোদা রানী নামের এক অসহায় বৃদ্ধার ৪৭শতক পাকা ধান কেটে দেন উক্ত ইউনিয়নের ছাত্রলীগ নেতা-কর্মীরা।
নোবেল মোল্লা ও কামরুল হাসান আকাশের নেতৃত্বে ঐ ইউনিয়নের ছাত্রলীগ কর্মীরা একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।
ছাত্রলীগ কর্মী নোবেল মোল্লা বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং উলিপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কানাডা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সালমান হাসান ডেভিড এর অনুপ্রেরণায় অসহায় কৃষকদের ধান
কেটে তাদের ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।